Activities Archive 

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বিসিএসআইআর এর মাঝে শিক্ষা কার্যক্রম বিনিময় সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষর

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর মাঝে শিক্ষা কার্যক্রম বিনিময় সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর পক্ষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী এবং বিসিএসআইআর এর পক্ষে উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.আই মোস্তফা চুক্তি স্বাক্ষর করেন।

উল্লেখ্য যে, এই সমঝোতা চুক্তির আওতায় ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ গবেষণার জন্য বিসিএসআইআর এর গবেষণাগার ব্যাবহার করতে পারবেন এবং বিভিন্ন কারিগরি সুযোগ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপ-উপাচার্য অধ্যাপক ড. এম নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোর্শেদা চৌধুরী, উপদেষ্টা ড. মুশফিক এম চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ কে এম জিয়াউল ইসলাম এবং বিসিএসআইআর এর সদস্য, বৈজ্ঞানিক কর্মকর্তাগণ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমঝোতা চুক্তি সম্পাদন শেষে বিসিএসআইআর এর চেয়ারম্যান মহোদয়ের অনুরোধে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ এবং পরীক্ষা নিয়ন্ত্রক বিসিএসআইআর এর গবেষণাগার পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে তারা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।



X