Activities Archive 

GDG Bangla

GDG Bangla-র কার্যক্রম শুরু হয়েছিলো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের সিএসই বিভাগের সহযোগিতায় প্রথম সেমিনার করার মাধ্যমে। সেই GDG Bangla এবার হাতে নিয়েছে নতুন উদ্যোগ। ২৬ মার্চ চার লক্ষ শব্দ যোগ করা হবে গুগল এর শব্দ ভাণ্ডারে যা সমৃদ্ধ করবে আমাদের প্রানের ভাষা বাংলাকে। শুধু তাই নয়, যারা আবদান রাখবে তারা প্রত্যেকে ১০০০ অবদানের জন্য পাবে গুগলের ইলেক্ট্রনিক সার্টিফিকেট smile emoticon আর কি চাই ? কাল তাহলে চল সবাই মিলে ঝাপিয়ে পড়ি বাংলার জন্য চার লাখ কার্যক্রমে।



X