QUESTION? CALL: 09643204060 Ext: 111-114

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা!!

     

আজ (১৫/০৮/২০১৬) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের স্মরণে এক সভা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য, অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন বিভিন্ন অনুষদের ডিন; বিভাগীয় প্রধান; উপদেষ্টাগণ; শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগন। বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর আবদুস সালাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বঙ্গবন্ধুকে শুধু জাতির পিতা বা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বলে অভিহিত করেননি; তিনি বলেন, বঙ্গবন্ধু হচ্ছেন একটা অনবদ্য আদর্শ। তাঁর আদর্শ অনুসরন করলে এদেশে কোন জঙ্গী ও সন্ত্রাসবাদ থাকবে না বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।