ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের তিনটি বিভাগ যথা - ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ই.ই.ই); কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই) এবং ফার্মেসি বিভাগের এর উদ্যোগে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী, বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের আর্থিক অনুদানে ক্রয়কৃত ত্রাণ সামগ্রী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ও চিনাডুলি গ্রামে এবং কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার হাতিয়া, নয়াদার ও বেগমগঞ্জ এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, এ ধরণের একটি মহতী উদ্যোগ গ্রহণের জন্য ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ই.ই.ই); কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সি.এস.ই) এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান।
উল্লেখ্য, ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিঁড়া, বিসকিট, গুড়, আলু, চিনি, লবন, তেল, খাবার স্যালাইন, মোমবাতি, গ্যাস লাইট ও কাপড়।